স্থানীয় সংবাদ

আদর্শবান মানুষ হওয়াটাই মানুষের মূল সৌন্দর্য’

# খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের তারুণ্যের উৎসবে বিভাগীয় কমিশনার #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার বলেছেন, সুদর্শন মানুষ হওয়াই মানুষের সৌন্দর্য নয়। আদর্শবান মানুষ হওয়াটাই মানুষের মূল সৌন্দর্য। তাই আজকের প্রজন্মকে আদর্শবান ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পিতা-মাতার অনুশাসনের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মন্দ কাজ থেকে দূরে রাখা এবং সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত রেখে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তিনি শুক্রবার সকালে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত পিঠা উৎসব এবং ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুগ্ম সচিব বিল্লাল হোসেন খান, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, সিনিয়র সহকারী কমিশনার মো: আমিরুল আরাফাত ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মোমেন। স্বাগত বক্তৃতা করেন ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ড. নাসরিন নাহার বেগম। অনুষ্ঠানে প্রশাসক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান এবং ফিতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সহকারী অধ্যাপক জিএম মকবুলুর রহমান, পিঠা উৎসব আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রাফিয়া আকতারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button