আইসিএমএবি’র চেয়ারম্যান ও সেক্রেটারি আজিজুর ও মমিনুর নির্বাচিতআইসিএমএবি’র চেয়ারম্যান ও সেক্রেটারি আজিজুর ও মমিনুর নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি ঃ দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদশ (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান এস. এম. জাকির হোসাইন, সেক্রেটারি মো. মমিনুর ইসলাম ও ট্রেজারার পদে লরেন্স অলি গোমেজ নির্বাচিত হন। গতকাল (শুক্রবার) খুলনার সিএমএ ভবনে অনুষ্ঠিত কেবিসির এক সভায় তাদেরকে ২০২৫ সালের জন্য নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান কে. এম. নেয়ামুল হক।
নতুন চেয়ারম্যান ইতোপূর্বে কেবিসি এর ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ইর্স্টান ব্যাংক পি.এল.সি এর মোংলা শাখার ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। তিনি আইসিএমবি এর একজন ফেলো সদস্য। ভাইস চেয়ারম্যান এস. এম. জাকির হোসাইন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সেক্রেটারি মো. মমিনুর ইসলাম ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। ট্রেজারার জনাব লরেন্স অলি গোমেজ বসুন্ধরা গ্রুপ (সিমেন্ট ইউনিট মোংলা প্লান্ট) এর হেড অব একাউন্টস পদে কর্মরত আছেন।