স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় জনতার হাতে চোর ধৃত পুলিশে হস্তান্তর দিঘলিয়ায় জনতার হাতে চোর ধৃত পুলিশে হস্তান্তর

দিঘলিয়া প্রতিনিধি ঃ
দিঘলিয়ার সেনহাটি এলাকা থেকে আশিকুর রহমান (৩৫) নামক জনৈক চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে। ধৃত চোরের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জনতার হাতে ধৃত আশিক সেনহাটি আদর্শ পল্লী এলাকার ট্রলার বিল্লালের পুত্র। গতকাল শুক্রবার সকালে রেজার মোড়ের মুদী দোকানদার হাবিবের দোকানে চায়ের পাতা বিক্রি করতে আসলে দোকানদার হাবিবের সন্দেহ হয়। কয়েকদিন আগে হাবিবের দোকানে চুরি ও চোরাই মালামালের ব্যাপারে আশিককে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তা অসংলগ্ন হলে সন্দেহ আরো ঘনিভূত হয়। ইতোমধ্যে লোকজন জড়ো হয়ে পড়ো এবং তাকে নিয়ে ঘর তল্লাশি করলে ট্রাংক থেকে আরো অনেক চোরাই মালামাল ও বিদ্যুতিক তার উদ্ধার হয়। এ সময় আশিক চুরির কথা শিকার করে। পরে লোকজন দিঘলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে হাবিবুর রহমানের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, সেনহাটি হাবিবুর রহমান বাদী হয়ে ধৃত আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং১৩ তারিখ ২৮/০২/২০২৫ ইং। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় সেনহাটি বাজারের মুদী দোকানদার আঃ রহমানের দোকানে চুরি হয়েছে। চোরচক্র সেনহাটি মসজিদ সংলগ্ন এ দোকানের পিছনদিকের চালার টিন কেটে দোকানে ঢুকে এ চুরি সংঘটিত করে। চোরেরা নগদ টাকা, সিগারেট, সাবান সহ ২০ হাজার টাকার মালামাল চুরি করে অবাধে পালিয়ে যায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button