স্থানীয় সংবাদ

জাঁকজমক আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক বনভোজন সম্পন্ন

যশোর ব্যুরো ঃ
জাঁকজমক আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন জেডিইউজের বার্ষিক বনভোজন অভয়নগর উপজেলার নওয়াপাড়ার কণা ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি এ আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিগণ এ অনুষ্ঠান উপভোগ করেন। আনন্দঘন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ -সভাপতি, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি, বর্ষিয়ান সাংবাদিক নেতা ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ফকির শওকত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু , উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার , দৈনিক সমাজের কথার নির্বাহী সম্পাদক আমিনুর রহমান মামুন বাংলার ভোর পত্রিকার সম্পাদক জ্যোতি প্রমূখ। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বার্ষিক এই সর্ববৃহৎ আনন্দ আয়োজনে দিনব্যাপি নানা ইভেন্টে অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত সমৃদ্ধ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে বাউল শিল্পী আব্দুল মজিদ, চ্যানেল আই এর গানের রাজা বিজয়ী সালভিয়া আফরোজ জয়ী, যন্ত্রশিল্পী পল্লব, উত্তম ও হাসানসহ অন্যান্য শিল্পীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম একটি দেশের গান পরিবেশন করেন। কণা ইকো পার্কের এ অনুষ্ঠানে নাচ গান করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পরিবারের সদস্যরা। নান্টু ঘটকের কথা শুইনা এই গানে ড্যান্স করেন আনোয়ারুল কবির নান্টুসহ সহশিল্পীরা ।
ছোট্ট সোনা মণিদের আবৃত্তি ও কবিতা পাঠ ভূয়ষী প্রশংসিত হয়। বার্ষিক আনন্দ আয়োজনের আলোচনায় উঠে আসে সাংবাদিক ঐক্যের বিকল্প নেই। আলোচনায় বলা হয় মফস্বল পর্যায়ে জেলা শহরে এবং উপজেলা পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোন দলের লেজুড় বৃত্তি নয়, সময়ের সাথে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে হামলা মামলার শিকার হলে অবশ্যই ইউনিয়নের পক্ষ থেকে জোরালোভাবে তার পাশে দাঁড়ানো হবে।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলা নানা অনুষ্ঠানমালা উপভোগ করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের লোকজন। আড্ডা ও আলোচনায় অনেকে স্মৃতিচারণ করেন। সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নেন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা। সমগ্র আয়োজনে একটা প্রাণোচ্ছল দিন উদযাপন করেছেন সংগঠনের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button