স্থানীয় সংবাদ

চিতলমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত নুর-ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী নুর ইসলাম শেখ (৪৮) অবশেষে মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম শেখ চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়নের চর-চিংড়ী গ্রামের জলিল শেখের ছেলে। নিহতের পরিবার েেথকে বলা হয়, গত ১৬ ফেব্রুুয়ারি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি কর্মী নুর ইসলাম শেখ গুরুতর আহত হন। তাকে প্রথমে পাশর্^বর্ত্তি টুঙ্গিপাড়া ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দুইদিন পর ঢাকায় পাঠানো হয়। বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ওই এলাকায় উভয় গ্রুপের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। চিতলমারী থানার ওসি এস. এম. শাহাদাৎ হোসেন জানান, নুর ইসলামের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এর আগে বিএনপি দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা আছে এবং এজাহার নামীয় ২ আসামি গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button