স্থানীয় সংবাদ
খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে সাময়িক অব্যাহতি প্রদান

# তদন্ত কমিটি গঠন #
খবর বিজ্ঞপ্তি ঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মহানগরীর অর্ন্তগত খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিএনপি। বুধবার (৫ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় মোল্লা সোহাগকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহবায়ক করে ১(এক) সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে।