স্থানীয় সংবাদ

কালীগঞ্জে আগুনে দগ্ধ যুবকের ৫ দিন পর মৃত্যু

# পরকীয়ার জেরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ #

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মারা গেছেন। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অর্কিড কালীগঞ্জ শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে। অর্কিডের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অর্কিডের পিতা ওসমান গনি। নিহত অর্কিডের পারিবার জানায় , প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থেকে বসবাস করচিলেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুইটি করে সন্তান রয়েছে। জানা যায়, চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে দাড়িয়ে চিলেন। এসময় অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায়, ফয়সাল নামের এক ব্যক্তি তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, মৃত্যুর ব্যাপারটি আমি জানিনা। তবে অগ্নিদগ্ধের ঘটনাটি আমি শুনেছিলাম। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন জানি। তিনি বলেন, প্লেস অব অকারেন্সে মামলা হওয়ার কথা। তাছাড়া এ থানাতে তার পরিবারের কেউ এখনো আসেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button