খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আইএসপি ব্যবসায়ীবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রস্তাবিত নতুন লাইসেন্সিং নীতিমালা দেশের থানা/উপজেলা, বিভাগীয় ও দেশব্যাপী আইএসপি ব্যবসায়ীদের জন্য মারাত্মক সংকট তৈরি করেছে। এই সংকট নিরসনের লক্ষ্যে বুধবার খুলনা শিববাড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে খুলনা বিভাগের আইএসপি ব্যবসায়ী বৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সদস্য শেখ সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ রুবেল মাহমুদ, হাসানুল মান্না, মলয় কান্তি রায় চৌধুরী, এস এম তুহিদুল ইসলাম তুহিন (সদস্য)।
এছাড়াও মানববন্ধনে খুলনার বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান থেকে অসংখ্য আইএসপি ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা, গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ব্যাবসায়ীরা কয়েকটি দাবী তুলে ধরেন। দাবী সমূহ হচ্ছে, থানা/উপজেলা পর্যায়ের আইএসপি লাইসেন্স ব্যবস্থা বহাল, “ইনলিশটমেন্ট” প্রস্তাবনা বাতিল, মোবাইল অপারেটরদের ইউনিফাইড লাইসেন্স-জি ফিক্সড ওয়ার্লেস ব্রডব্যান্ড সেবা প্রদান বাতিল করতে হবে, সোসিয়াল অবলিগেশন ফান্ড (এসওএফ) বাতিল করতে হবে। আইএসপি লাইসেন্স নবায়ন সর্বোচ্চ ৩ মাসে সম্পন্ন করতে হবে। আইএসপি লাইসেন্স আপগ্রেডেশন/ডাউনগ্রেডেশনের বিধান বিটিআরসির গাইডলাইনে অন্তর্ভুক্ত করতে হবে। বিদ্যমান আইএসপি লাইসেন্স লেয়ার ব্যবস্থা অপরিবর্তিত রাখতে হবে। আইএসপি খাতের টেকসই উন্নয়নে স্বচ্ছ ও ন্যায্য নীতিমালা নিশ্চিত করতে হবে। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (ওঝচ) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, যুবায়ের আইটি এক্সপার্ট , খুলনা অনলাইন, আইচগাতী অনলাইন, লকপুর অনলাইন , খুলনা নেট ২৪ , লিন্ক ৩, এম্বার আইটি, রামদিয়া অনলাইন, আইসিসি কমিউনিকেশন , বিডিকম লিমিটেড, ষ্টার অনলাইন, গ্রীন নেটওয়ার্ক, ইন্টার খুলনা নেটওয়ার্ক, কেভি ২১, কেপি অনলাইন, কোজেন্ট ব্রডব্যান্ড, রয়েলনেট, শফি এন্টারপ্রাইজ, গিকি ক্লাউড, অহন কমিউনিকেশন, আর আর কমিউনিকেশন, বেনাপোল নেট, মিশন কম্পিউটার, সীমান্ত নেট, টি ডট নেট,এন এস অনলাইন, বাহান্ন, আইস্মার্ট, অরবিট ইন্টারনেট, বেতাগা অনলাইন, পরশ অনলাইন, মেসার্স পায়রা ট্রেডার্স, খুলনা ডট নেট ইত্যাদি।



