স্থানীয় সংবাদ

সারাদেশে অব্যাহত নারী ও শিশু খুন, ধর্ষণ এবং নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

# মাগুরাতে শিশু আসিয়াসহ #

খবর বিজ্ঞপ্তি ঃ সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম, খুলনা’র আয়োজনে আজ ১২ মার্চ ’২৫ বুধবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মাগুরাতে শিশু আসিয়াসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু খুন, ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এড. তসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে ও সুতপা বেদজ্ঞ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন—পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৭৫৭১টি। ২০২৫ সাল শুরু হতে না হতেই গত দু’মাসে ১৪৪০টি মামলা হয়েছে। এর বাইরে সারা দেশে অসংখ্য ঘটনা ঘটে চলেছে যা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশার। সমাবেশে প্রত্যেকটি ঘটনার দ্রুত বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং নারীবিদ্বেষী সকল প্রকার প্রচার ও প্রপাগান্ডা বন্ধে আইন প্রণয়নের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারীনেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, মানবাধিকার কর্মী এড. কুদরত-ই-খুদা, এস এ রশীদ, মুনির চৌধুরী সোহেল, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, মিজানুর রহমান বাবু, মহেন্দ্র নাথ সেন, নারী নেত্রী অজন্তা দাস, রমা রহমান, জাহানারা আলী জানু, মনোয়ারা বেগম, নুরুন্নাহার হীরা, সেতারা সুলতানা, অধ্যাপিকা হালিমা ডলি, সুজানা জলি, মেরিনা যুথি, কোহিনুর আক্তার কণা, কাউসারি জাহান মঞ্জু, নীঘাত সীমা, মাজেদা খাতুন, মিনু পাল, জোবাইদা খানম, এড. আফরোজা রোজী, রীনা পারভীন, ইসমাত আরা কাকন, কৌশল্যা রায়, উল্লাসিনী সরকার, দীপু মন্ডল, আলমাস আরা, কৃষ্ণা দাশ প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button