তথ্য সংগ্রহ শেষে শুরু হচ্ছে ‘নিবন্ধন’

# খুলনার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ #
# দৌলতপুর থানা নির্বাচন কমিশনের কার্যক্রম চলবে আগামী ২৪ মার্চ হতে ৬ এপ্রিল পর্যন্ত #
# সংশ্লিষ্ট দপ্তরে নতুন ভোটার হিসাবে অর্ন্তভূক্ত হচ্ছেন ৩ হাজার ৮২ জন #
মো. আশিকুর রহমান : সমগ্র বাংলাদেশের ন্যায় খুলনায়ও বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার হালনাগাদ কার্যক্রম-২০২৫ চলমান রয়েছে। ইতোপূর্বে সংশ্লিষ্ট কমিশন সমগ্র দেশজুড়ে গত ২০ জানুয়ারী (সোমবার ) হতে ৩ ফেব্রুয়ারী (সোমবার) পর্যন্ত প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা সমূহের এলাকার প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন করেছে। ওই কার্যক্রমের আওতায় নতুন ভোটার হতে একজন ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্র স্বরুপ এসএসসি পরীক্ষার সার্টিকেট (যদি থাকে), জন্ম নিবন্ধন, বাবা-মায়ের এন.আই ডি কার্ডের ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটো কপি এবং নিজ ওয়ার্ডের নাগরিক সনদ পত্র প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা, ওই তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর আগামী ২৪ মার্চ (সোমবার) থেকে ৬ এপ্রিল (রবিবার) পর্যন্ত তথ্য প্রদান করা ব্যক্তিগনকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে হাজির হওয়ার জন্য রশিদের মাধ্যমে নিশ্চিত করেছেন।
ওই ধারাবাহিকতায় বাংলাদেশ নির্বাচন কমিশন দৌলতপুর থানা নির্বাচন অফিস কর্তৃকও গত ২০ জানুয়ারী (সোমবার ) হতে ৩ ফেব্রুয়ারী (সোমবার) পর্যন্ত থানার ৬টি ওয়ার্ড সমূহের প্রতিটি এলাকায় বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করে। ওই তথ্য সংগ্রহের পর ২৪ মার্চ (সোমবার) থেকে ৬ এপ্রিল (রবিবার) পর্যন্ত তথ্য প্রদান করা ব্যক্তিগন নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত সময় ও স্থানে গিয়ে ভোটার হওয়ার জন্য নিবন্ধিত হবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ তথ্যনুসারে দৌলতপুর থানার মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৫১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৯৬৮ জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ৮২ জন ও অন্যান্য ১ জন। ভোটার হালনাগাদ কার্যক্রমে ৬ টি ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে মোট ৩০৮২ জনের। যার মধ্যে পুরুষ ১৭৫৯ জন এবং মহিলা ১৩২৩ জনের। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ১নং ওয়ার্ডে নতুন ভোটার হিসাবে অর্ন্তভুক্ত হচ্ছে ৫৮১ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২৯৭ জন ও মহিলা ভোটার হচ্ছেন ২৮৪ জন। ২নং ওয়ার্ডে নতুন ভোটার হিসাবে অর্ন্তভুক্ত হচ্ছে ৫০৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২৮৬ জন ও মহিলা ভোটার হচ্ছেন ২১৯ জন। ৩নং ওয়ার্ডে নতুন ভোটার হিসাবে অর্ন্তভুক্ত হচ্ছে ৫২১ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৩১৩ জন ও মহিলা ভোটার হচ্ছেন ২০৮জন। ৪নং ওয়ার্ডে নতুন ভোটার হিসাবে অর্ন্তভুক্ত হচ্ছে ৫২২ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২৮৯ জন ও মহিলা ভোটার হচ্ছেন ২৩৩ জন। ৫নং ওয়ার্ডে নতুন ভোটার হিসাবে অর্ন্তভুক্ত হচ্ছে ৪৫২ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২৫৯ জন ও মহিলা ভোটার হচ্ছেন ১৯৩ জন ও ৬নং ওয়ার্ডে নতুন ভোটার হিসাবে অর্ন্তভুক্ত হচ্ছে ৫০১ জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৩১৫ জন ও মহিলা ভোটার হচ্ছেন ১৮৬ জন।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, আগামী ২৪ মার্চ (সোমবার) ১নং ওয়ার্ডস্থ মহেশ^পাড়া নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে মহেশ^রপাশা বণিক পাড়া সকাল ৯ টা, কেদারনাথ রোড সকাল ১০ টা, মহেশ^রপাশা মধ্য পাড়া সকাল ১০ টা, সাহেবপাড়া সকাল ১০ টা, কালি বাড়ী সকাল ১১ টা, রেলিগেট সকাল ১১ টা, মহেশ^র পাশা মজুমদার পাড়া দুপুর ১২ টা, দক্ষিন মল্লিক পাড়া দুুপুর ১ টা। আগামী ২৫ মার্চ ( মঙ্গলবার) ১নং ওয়ার্ডস্থ মহেশ^পাড়া নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে মহেশ^রপাশা দিঘীর পঃ পাড়া সকাল ৯ টা, মানিকতলা মেইন রোড সকাল ৯ টা দিঘীর পাড় রোড সকাল সাড়ে ৯টা, হেশ^রপাশা মুন্সি রোড ১০ টা, মহেশ^রপাশা মেইন রোড সকাল ১১ টা, মহেশ^রপাশা ক্রস রোড সকাল সাড়ে ১১ টা। আগামী ২৭ মার্চ (বৃহস্পতিবার) ২নং ওয়ার্ডস্থ ইউসুফ এম.এ মজিদ স্কুলে নিবন্ধন কার্যক্রম চলবে পশ্চিম সেনপাড়া সকাল ৯ টা, মিরেরডাংগা সকাল ১১ টা, নগরঘাট রোড রেলিগেট দুপুর ১২ টা, পূর্ব সেনপাড়া দুপুর ১ টা। আগামী ২৮ মার্চ (শুক্রবার) ৩নং ওয়ার্ডস্থ মহেশ^রপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে বুনো পাড়া সকাল ৯ টা, মধ্যডাঙ্গা ক্রস রোড সকাল ৯ টা ২০ মিনিট, মধ্যডাঙ্গা উত্তর পাড়া সকাল ৯ টা ৪০ মিনিট, মধ্যডাঙ্গা মেইন রোড সকাল ৯ টা ৫০ মিনিট, মসজিদ পাড়া সকাল ১০ টা ২০ মিনিট, মহেশ^রপাশা ঘোষ পাড়া সকাল ১১ টা, রেলিগেট দক্ষিণ পাশ দুপুর সাড়ে ১২ টা, স্টেশন রোড দুপুর ১ টা ২০ মিনিট, সাধু বাগান ও কুলি বাগান দুপুর ২ টা ২০ মিনিট এবং ২৯ মার্চ (শনিবার) ৩নং ওয়ার্ডস্থ মহেশ^রপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে ঋষি পাড়া সকাল ৯টা, কবরখানা রোড সংলগ্ন কেদারনাথ রোড সকাল সাড়ে ৯ টা, কার্ত্তিককুল ক্রস রোড সকাল ১০ টা, কার্ত্তিককুল মেইন রোড সকাল সাড়ে ১০ টা, কেদারনাথ রোড দক্ষিণ পাশ সকাল ১১ টা, দে পাড়া সকাল সাড়ে ১১ টা, খান ব্রার্দাস ম্যাচ দুপুর ১ টা, নগরঘাট রোড দুপুর ১ টা ২০ মিনিট, সাহা পাড়া দুপুর ১ টা ৪০ মিনিট, নগর রোড দুপুর ২ টা, পালপাড়া দুপুর ২ টা ৩০ মিনিট। আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ৪নং ওয়ার্ডস্থ দেয়ানা মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে কৃষি কলেজ সকাল ৯ টা এবং দেয়ানা সকাল ১০ টা। আগামী ৪ এপ্রিল (শুক্রবার) ৬ নং ওয়ার্ডস্থ আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে কলেজ রোড সকাল ৯ টা, পাবলা কেশবলাল রোড সকাল ৯ টা, কলেজ রোড ও যমুনা সড়ক সকাল সাড়ে ৯ টা, পাবলা ক্রস রোড-২ সকাল সাড়ে ৯ টা, কালামিয়া বাইপাস লেন ও কেশবলাল রোড সকাল ১০ টা, গোলদার পাড়া সকাল সাড়ে ১০ টা, পাবলা তরফদার পাড়া সকাল সাড়ে ১০ টা, দক্ষিণ কাশিপুর সকাল ১১ টা, প্রতাপাদিত্য রোড পাবলা সকাল সাড়ে ১১ টা, পাবলা উত্তর কারিকর পাড়া সকাল সাড়ে ১১ টা, পাবলা দিবা-নৈশ কলেজ রোড সকাল সাড়ে ১১ টা, পাবলা দক্ষিন কারিকর পাড়া দুপুর ১২ টা, পাবলা পরামানিক পাড়া দুপুর সাড়ে ১২ টা, পাবলা মধ্য কারিকর পাড়া দুপুর ১ টা ৩০ মিনিট, পাবলা সাহা পাড়া দুপুর ২ টা ৩০ মিনিট, শরীফ আমজাদ সড়ক বিকাল ৩ টা ৩০ মিনিট। আগামী ৫ এপ্রিল (শুক্রবার) ৫ নং ওয়ার্ডস্থ বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে দেয়ানা বাউন্ডারী রোড সকাল ৯ টা, দৌলতপুর রোড ও যশোর রোড সকাল ৯ টা ২০ মিনিট, দৌলতপুর বাজার সকাল ৯ টা ৪০ মিনিট, পাবলা খা পাড়া ১০ টা ২০ মিনিট, পাবলা প্রতাপাদিত্য রোড সকাল ১০ টা ২০ মিনিট, তরুন সেনা রোড সকাল ১১ টা ২০ মিনিট, পাবলা দত্ত বাড়ী সকাল ১১ টা ২০ মিনিট, আঞ্জুমান মসজিদ পাড়া রোড দুপুর ১ টা, আঞ্জুমান রোড উত্তর পাশ দুপুর ১ টা, আঞ্জুমান রোড/ কেডিএ রোড দুপুর ১ টা, পাবলা বণিক পাড়া উত্তর দুপুর ২ টা, পাবলা বণিক পাড়া পূর্ব দুপুর ২ টা, পাবলা বণিক পাড়া সড়ক দুপুর ২ টা। এছাড়া সংশ্লিষ্ট দপ্তর হতে আগামী ৬ এপ্রিল (শনিবার) রিজার্ভ ডে হিসাবে ৫ নং ওয়ার্ডস্থ বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৌলতপুর থানার সকল ভোটার এলাকার নতুন নিবন্ধন ফর্ম পূরণে বাদ পড়া ভোটারগণ সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত যে কোনো সময়ে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপরও যদি কোনো ব্যক্তি ভোটার তালিকার হাল নাগাদ হতে বাদ পড়েন তবে সরাসরি দৌলতপুর থানা নির্বাচন অফিসে গিয়ে সংশ্লিস্টদের সহযোগীতা নিয়ে নিবন্ধন করতে পারবেন, উল্লেখিত তথ্যদী নিশ্চিত
এ ব্যাপারে ৩নং ওয়ার্ডস্থ দে-পাড়া এলাকার বাসিন্দা ও ভোটার হালনাগাদের জন্য তথ্য প্রদানকারী সাদিয়া রহমান জানান, ভাটার হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর অংশ হিসাবে ৩নং ওয়ার্ডের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করেছেন সংশ্লিষ্টরা। আমিও নতুন ভোটার হওয়ার জন্য তথ্য প্রদান করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। নিবন্ধনের জন্য সংশ্লিষ্টরা নির্ধারিত সময় ও কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নিদের্শনা প্রদান করার পাশাপাশি দিয়েছেন স্লিপও।
এ বিষয়ে সহকারি শিক্ষক ও ৩নং ওয়ার্ড ভোটার তালিকা হালনাগাদ সুপার ভাইজার ফারহানা আফরোজ খান চৌধুরী জানান, সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক নির্দেশনা অনুসারে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ৩নং ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। আগামী ২৮ ও ২৯ মার্চ ৩নং ওয়ার্ডের নতুন ভোটারদের নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ও কেন্দ্রে ডাকা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানা নির্বাচন অফিসার ও নিবন্ধন অফিসার অঞ্জন সরকার জানান, সমগ্র বাংলাদেশেই ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। সেনুসারে আমরা ইতোমধ্যে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই শেষে আগামী ২৪ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময় ও কেন্দ্রে তথ্য প্রদান করা ব্যক্তিগন নিবন্ধনের জন্য ডেকেছি। এরপরও যে সকল ভোটাররা নতুন নিবন্ধন ফর্ম পূরণে বাদ পড়েছেন তারা ৬ এপ্রিল রিজার্ভ ডে’টে নির্ধারিত স্থানে এসে নিবন্ধন করতে পারবেন। এরপরও যদি কোনো ব্যক্তি ভোটার তালিকার হাল নাগাদ হতে বাদ পড়েন তারা সরাসরি দৌলতপুর থানা নির্বাচন অফিসে এসে নিবন্ধন করতে পারবেন।