স্থানীয় সংবাদ

কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে এক কর্মশালা বুধবার সকালে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক সময়ে নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব অল্প সময় হাতে নিয়ে নিবন্ধন করতে আসেন, আমাদেরও উচিত তাদের দ্রুত সময়ে সেবা দেওয়া। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জন্ম এবং মৃত্যু নিবন্ধনসেবা যেন কোনভাবে ব্যাহত না হয় এবং মানুষ যেন অভিযোগ না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নিবন্ধনের কাজ আমাদের দায়িত্ব মনে করে করবো। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ হুসাইন শওকত। এ সময় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান-সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের স¦াস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button