স্থানীয় সংবাদ
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার

# নেতৃবৃন্দের কৃতজ্ঞতা #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে দেশের সমৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সাংবাদিক সংগঠন, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় টিভি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।