নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি নিহত ১ : আহত ১০

# পুলিশের ওপর হামলা ২ পুলিশ সদস্য আহত #
মোঃ রাসেল মোল্লা, কালিয়া থেকে ঃ
নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় হাসিম মোল্লা (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতা জনী মোল্লাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়, এতে দুই পুলিশ সদস্যও আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা ঠান্ডু মোল্লা ও বিএনপি নেতা জনী মোল্লার সমর্থকদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছিল। শনিবার (১৫ মার্চ) এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে হাসিম মোল্লা গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন এবং তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। নড়াইলের এই সংঘর্ষ আবারও দেশের রাজনৈতিক সহিংসতার ভয়াবহ দিক তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনকে ঘিরে এমন সহিংসতা রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনো বিরাজ করছে।