স্থানীয় সংবাদ
মণিরামপুরে শিশু ধর্ষণ মামলায় দাদা গ্রেফতার

# ধর্ষকের বিচার দাবীতে শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ #
মণিরামপুর (যশোর)প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ১২ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটির নানি বাদী হয়ে ওই শিশুর দাদা লুৎফর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মণিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মণিরামপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে লুৎফর রহমানকে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে। আটক লুৎফর রহমান মণিরামপুর সদর ইউনিয়নের মৃত জমির আলীর ছেলে। ধর্ষণের ঘটনায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী।
এদিকে মঙ্গলবার সকালে ধর্ষকের বিচারের দাবীতে সাধারন শিক্ষার্থী ও জনতা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।