স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা-বিএসটিআই’র উপ-পরিচালক ও অফিস প্রধান ইঞ্জিঃ রহিমা তালুকদার এর নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী মহানগরীর ডাকবাংলা ও নিউমার্কেট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ডাকবাংলা বিসমিল্লাহ সুইটস, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট। এছাড়াও আরো কয়েকটি ভ্রাম্যমান ইফতার সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহকে ইফতার সামগ্রী নিরাপদ ভাবে প্রস্তুত করা,ঢেকে রাখা, স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা, কর্মচারীদের গ্লাভস পরিধান ও ওজনযন্ত্র ভেরিফিকেশনের পরামর্শ প্রদান করা হয়। নগরীর নিউমার্কেট এর
নীলিমা কসমেটিকস ও শিবলীন কালেকশন নামীয় প্রতিষ্ঠানসমূহকে অবৈধ কসমেটিকস বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (সিএম) ইঞ্জিঃ খালিদ রেজা চৌধুরী, সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন,সহকারী পরিচালক (মেট) মোঃ কাউসার আলী,ফিল্ড অফিসার্স(সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, পরীক্ষক (পদার্থ) প্রকৌঃ সাজিদ হাসান দীপ্র, পরীক্ষক (রসায়ন) তানজীল হোসেন । এ সময় খুলনা বিভাগীয় অফিস প্রধান বলেন,সাধারণ ভোক্তাগন যাতে প্রতারিত না হয়। সঠিক দামে সঠিক মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পারে সেজন্য জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় অফিস এর এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button