বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের বাথরুম থেকে নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের বাথরুম থেকে আব্দুল মান্নান কবিরাজ (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ মৃতদেহটি উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মৃতঃ মান্নান কবিরাজ মোংলা উপজেলার কানাইনগর আবাসিক এলাকার মৃত আব্দুল জলিল কবিরাজের ছেলে। সে মোংলা উপজেলা পরিষদের পানি সরবারহ ও অস্থায়ী নৈশ প্রহরীর কাজ করত আব্দুল মান্নান কবিরাজ। পরিবারে বরাত দিয়ে পুলিশ জানায়, মান্নান কবিরাজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে বাড়ী থেকে বের হয়ে পরিষদের দিকে যান। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মান্নান কবিরাজ বাড়ীতে না আসায় তার মুঠোফোনে বারবার ফোন করলেও ফোন রিজিভ না হওয়ায় পরিবারের সদস্যরা খুঁজতে উপজেলা পরিষদের দিকে আসে এবং পরিষদের বাথরুমে মোবাইল ফোনের শব্দ পান। বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়। পরে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাত হোসেনের উপস্থিতিতে বাথরুমের দরজা ভেঙ্গে ফেলা হয় এবং মৃত অবস্থায় মান্নান কবিরাজ কে উদ্ধার করা হয়। মোংলা থানা পুলিশ ওই লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আরাফাত হোসেন শুক্রবার বলেন, বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। ধারনা করা হচ্ছে মান্নান কবিরাজ বাথরুমে স্ট্রোক করেছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হবে।