খুলনায় ঈদ বাজারে ভোক্তা অধিকারের অভিযান

# ১০ টিমের অভিযানে ১৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬১ হাজার জরিমানা #
# নির্ধারিত দামের বাড়তি নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী #
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে খুলনায় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখাসহ আসন্ন ঈদ বাজারেও বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যহত রেখেছে। ওই ধারাবাহিকতায় রবিবার (২৩ মার্চ) ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই করাসহ সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। বাজার তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেন সংশ্লিষ্টরা। অভিযান চলাকালে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বাজার তদারকির পাশাপাশি নিয়ম বর্হিভূত কাজের জন্য জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বভিাগীয় কার্যালয়রে উপপরচিালক মোহাম্মদ সেলিমে এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা র্কাযালয়রে সহকারী পরচিালক ওয়ালদি বনি হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর এলাকায় অভযিান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরচিালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজলোর এনএস রোড ও পাটিকাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার ইটাখোলা ও সাজিয়াড়া বাজারে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসানের নেতৃত্বে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার ডাকবাংলা ও ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালু ও কুলপালা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, পবিত্র মাহে রমজানকে ঘিরে খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। এছাড়া পবিত্র ঈদুল ফিতরও আসন্ন। ওই ধারাবাহিকতায় আসন্ন ঈদ ও রমজানকে ঘিরে বাজার তদারকি ও অভিযান অব্যহত রেখেছি। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।