স্থানীয় সংবাদ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি কেসিসি প্রশাসকের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঈদ প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় প্রশাসক নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও সুন্দর জীবন কামনা করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমূখর পরিবেশে সকলে ঈদের আনন্দ উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার কাছে নগরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মশক নিয়ন্ত্রণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে নগরীর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এলাকার মশক নিয়ন্ত্রণ ও ড্রেনের পরিস্কার পরিচ্ছন্্নতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য, মশক নিয়ন্ত্রণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে নগরজুড়ে একযোগে ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে। পরিদর্শনকালে কেসিসি প্রশাসক মশার বংশ বিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে আবর্জনা না ফেলে কেসিসি’র চলমান ক্রাশ প্রোগ্রামে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহবান জানান। পরিদর্শনকালে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন ও মো: আলমগীর কবির বিশ^াস, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুরশিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, মুহসীন মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো: সাইফুল্লাহ, ছাত্র প্রতিনিধি মো: রিপন শেখ ও মো: গালীব, সাংবাদিক মো: আশিকুর রহমান, বেসরকারি সংস্থা ব্রীক-এর প্রতিনিধি মো: ওয়াহিদুজ্জামান সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button