স্থানীয় সংবাদ

ভোটে নির্বাচিত প্রতিনিধি ব্যতীত পুরিপূর্ণ রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়

# ছাত্রদলের পূর্নমিলন অনুষ্ঠানে বিএনপি নেতা হেলাল #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, এদেশে বারবার গণতন্ত্র হাইজ্যাক হয়েছিল। এই গণতন্ত্রের জন্য আমরা বহুবার রক্ত দিয়েছি। এবার ২৪ শে গণতন্ত্রের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে। গণতন্ত্রের পূর্বশত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গেল ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি।’ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একটি অনির্বাচিত আর কতদিন থাকবেন? আপনিই যদি অনির্বাচিত হন-তাহলে আপনি কিভাবে রাষ্ট্র সংস্কার বা মেরামত করবেন? আপনাকে সেই অনুমোদনটা কে দিল? জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি ব্যতীত পুরিপূর্ণ রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। আপনি রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। একই সাথে আপনার সরকারের মেয়াদকালটাও জাতির সামনে বলুন। আমাদের ভয় হয়, ফখরুদ্দীন-মঈনদ্দিন দুই বছর ক্ষমতায় থেকে ১৭ বছরের ফ্যাসিষ্ট মাফিয়া সরকারের জন্ম দিয়েছে। কিন্তু ড. ইউনুস সরকার আমাদের সরকার, জনগনের সরকার। আপনি জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগন নির্বাচন চায়। জনগনের ভোটে নির্বাচিত সরকারই ধারাবাহিকভাবে রাষ্ট্র সংষ্কার করবে; সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শনিবার সকালে খুলনার রূপসার সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সদস্য এসএম মনিরুল হাসান বাপ্পী, মো. আনিসুর রহমান, শেখ আব্দুর রশিদ, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপি নেতা সাইফুর রহমান ও জাবেদ মল্লিক প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button