খুলনা উন্নয়ন কমিটির সভা

# ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপ লাইনের রুট
পরিবর্তনের প্রতিবাদে ১৬ এপ্রিল অবস্থান কর্মসূচী #
খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার বেলা ১১টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ২০২৫ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে এবং মহাসচিব এ্যাড: শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৬ এপ্রিল খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে বেলা ১১-১২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন ও জেলা প্রসাশকের নিকট স্বারকলিপি প্রদান করার কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় খুলনার সকল রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দের সাথে কর্মসূচী সফল করার লক্ষ্যে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে খুলনার সকল নাগরিকদের উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। সভায় আগামী ২৫ শে এপ্রিল, ২০২৫, ১৪৩ তম খুলনা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই লক্ষ্যে বিভিন্ন র্যালী, আলোচনা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠানের মাধ্যমে খুলনা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচী সফল করার লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। অপরদিকে উন্নয়ন কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু তার ব্যবসায়িক দোকানে সন্ত্রাসী হামলার ব্যাপক তীব্র নিন্দা ও তদন্ত পূর্বক দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহেনা আকতার, অধ্যাপক মোঃ আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মিজানুর রহমান বাবু, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, শেখ গোলাম সরোয়ার, এস.এম. আকতার উদ্দিন পান্নু, শেখ আব্দুস সালাম, মোঃ আবু জাফর, এস এম মুর্শিদুল রহমান লিটন, শেখ মনজুর হাসান অপু, রকিব উদ্দিন ফরাজি, এ্যাড: মিনা মিজানুর রহমান, আব্দুল খালেক শিকদার, মোঃ শফিকুর রহমান, জিএম রেজাউল ইসলাম, শেখ আরিফ নেওয়াজ, এবং প্রমিতি দফাদার প্রমুখ।