স্থানীয় সংবাদ

তেরখাদা অবাধে চলছে দেশী প্রজাতির মা মাছ নিধন

তেরখাদা প্রতিনিধি :তেরখাদার বিভিন্ন খাল বিল জলাশয় সেঁচে দেশী প্রজাতির মা মাছ পোনা মাছ কুচে কাকড়া কচ্ছপ ইত্যাদি জলজ প্রাণী সমূলে নির্মূল করা হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে উপজেলার সবগুলো জলাশয় প্রায় শুকিয়ে যাওয়ায় অবৈধ মাছ শিকারীরা দেশি প্রজাতির মা মাছ সহ জলজ প্রাণী নিধনের মহাযজ্ঞে মেতে উঠেছে মহাযজ্ঞে মেতে উঠেছে।
উল্লেখ্য বর্ষা মৌসুম জলাশয় গুলো পানিতে পরিপূর্ণ থাকলেও এই অবৈধ মাছ শিকারীদের কবল থেকে কখনোই নিরাপদ ছিল না। বর্ষা মৌসুমে প্রশাসনের সাথে লুকোচুরি খেলে কারেন্ট জাল ভেসাল জাল চাকি জাল চায়না দুয়ারী ট্রেন জাল ও আলোক ফাদের সাহায্যে মা মাছ সহ পোনা মাছ নিধন করা হয়েছিলো।পরবর্তীতে বেঁচে যাওয়া মাছ জলাশয় সেঁচে শেষ রক্ষা ও হতে দিচ্ছে না। এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান বলেন “আমাদের অভিযান চলমান রয়েছে।আমরা তথ্য পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। ” এই অবাধে বেশি প্রজাতির মাছ শিকারে আতঙ্কিত হয়ে তেরোখাদা উপজেলা ইখড়ি গ্রামের বিশিষ্ট নাগরিক নূর ইসলাম মোল্যা বলেন”এখনই যদি এই শিকারীদের কে প্রতিহত না করা যায় তাহলে আমাদের উপজেলার ঐতিহ্য দেশী প্রজাতির মাছ থেকে বঞ্চিত হব।”

এলাকার সচেতন মহলের দাবি অতি দ্রুত এই অবৈধ মৎস্য শিকারীদের হাত থেকে মা মাছ ও জলজ প্রাণীকে রক্ষা করতে উপজেলা প্রশাসন সহ প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button