রূপসায় ফুলতলা উপজেলা বিএনপি নেতার উপর বোমা হামলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রূপসা প্রতিনিধি: ফুলতলা উপজেলা বিএনপি’র সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার বাদ মাগরিব পূর্ব রূপসাস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বক্ততা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সদস্য মোল্লা রিয়াজুল রিয়াজ ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাফুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, আনছার আলী বিশ্বাষ, জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবি, সদস্য মাহিদ খান, সেলিম রেজা, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, জেলা যুব দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস গাজী, সাবেক যুগ্ম-সম্পাদক জালাল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভুইয়া, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাঈনুল হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম মিজানুর রহমান, নৈহাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইবাদুল ইসলাম, ছাত্রদল নেতা আল-আমিন, জান্নাতুল নাঈম, হান্নান শেখ, রনি শেখ, বিএনপি নেতা আব্দুল হালিম মোড়ল, আতাহার আলী গাজী, নাজমুল হুদা, মানিক শেখ, মহসীন শেখ, ইকরাম বিশ্বাস, সাইফুল মোল্লা, শহিদুল ইসলাম সেন্টু, কৃষক দল নেতা জামিল সরদার প্রমুখ। সমাবেশে বক্তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।