খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে গভনিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের গভনিং বডির পরিচিতি সভা গতকাল সকাল ১১ টায় কলেজ অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে গভনিং বডির সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বক্তৃতা করেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ্য ও গভনিং বডির সদস্য সচিব অধক্ষ্য এস, এম, এ দাউদ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মহসিন বিশ^াস, অবিভাবক সদস্য শেখ ইকবাল হোসেন, রুহুল গাজী,হাফেজ আমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ জোবায়ের হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আয়শা খাতুন, প্রতিষ্ঠাতা সদস্য সামছুর রহমান, সহকারী অধ্যাপক আজিজুল ইসলাম টিপু,সদস্য শেখ,জাহাঙ্গীর হোসেন। এ সময় কলেজের সাবেক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস সহ কলেজের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।