গ্যাসের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ১৬ এপ্রিল

# বিএনপি ও জামায়াতের সাথে উন্নয়ন কমিটির পৃথক মতবিনিময় #
খবর বিজ্ঞপ্তি ঃ ভোলার গ্যাস খুলনায় আগে সরবরাহ না হলে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এ দাবিতে আগামী ১৬ এপ্রিল খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে উন্নয়ন কমিটি। ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য খুলনার বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচিও করে উন্নয়ন কমিটি। মতবিনিময় সভায় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, খুলনার উন্নয়ন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে তারা উন্নয়ন কমিটির সাথে থাকবেন। বক্তারা বলেন, খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের জন্য ২০১২ সালে সুন্দরবন গ্যাস কোম্পানী কুস্টিয়ার ভেড়ামারা থেকে ১৬৫ কি.মি. পাইপ লাইন আড়ংঘাটা পর্যন্ত বসানো আছে কিন্তু দুর্ভাগ্য ওই লাইনেও গ্যাসের সরবরাহ করতে পারিনি সরকার। ৫৩ বছর খুলনা বিভাগীয় সদর হিসাবে বারবার প্রতিটা ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছে। বিগত সরকারের আমলে খুলনার সব শিল্প কল কারখানা বন্ধ করা হয়েছে। এমতাবস্থায় ভোলার গ্যাস খুলনায় যোগান দেওয়া হলে আবারো খুলনা শিল্প নগরীর ঐতিহ্য ফিরে পাবে ও খুলনায় কর্মসংস্থান সৃষ্টি হবে। এজন্য ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে খুলনায় সরবরাহ জরুরি বলেও নেতৃবৃন্দ মনে করেন। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াত নেতাদের সাথে রবিবার পৃথকভাবে এ মতবিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সকল দল মতের উর্দ্ধে উঠে কাজ করার আহবান জানান। খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে তিনি সরকারের উচ্চ মহলে আলোচনা করবেন বলেও জানান। এছাড়া তিনি এ অঞ্চলের উন্নয়নের আন্দোলন সংগ্রামে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। রবিবার(৬ এপ্রিল) সকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সাথে শান্তিধাম মোড়স্থ দলীয় কার্যালয়ে বৈঠক করেন। এসময় নগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ। বিএনপি ও জামায়াত নেতাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো. আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, সরদার রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. সরদার রফিকুল আলম, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মৎস্য ও বন বিভাগ সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, দফতর সম্পাদক রকিব উদ্দিন ফরাজি, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, আব্দুল খালেক শিকদার, এন এম সোহেল ইসলাম, প্রমিতি দফাদার প্রমুখ।