স্থানীয় সংবাদ

যশোরে প্রবাসির স্ত্রীকে ধর্ষণ ও চাদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি : থানায় মামলা

যশোর ব্যুরো ঃ যশোরে প্রবাসির স্ত্রীকে ব্লাকমেইলিং করে ধর্ষণ ও চাদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সিলেটের তিন ব্যক্তিকে। এরা হলো, সিলেটের কানাইঘাট উপজেলার চাপনগর গ্রামের ফয়জুল হকের দুই ছেলে দেলোয়ার (৪৫) ও তারেক এবং হুইদ আহমেদের ছেলে কুতুব উদ্দিন (৪০)।
মামলায় ওই গৃহবধূ উল্লেখ করেছেন, আসামি দেলোয়ারে সাথে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। মাঝেমধ্যে তাদের কথা হতো। এক পর্যায়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হতো। সে সময় তার কিছু ছবি গোপনে নিয়ে তা এডিট করে তাকে পাঠাতো। এক পর্যায়ে ওই ছবি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ছবি গুলো ডিলিট করে দেবে এই শর্তে তিনি ৫০ হাজার টাকা দেন। এরপর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। রাজি না হলে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। এক পর্যায়ে তিনি রাজি হন। এবং ২০২৪ সালের ২৭ মে মনিহার হোটেলের সামনে আসে তিনজন। তাকে মনিহার আবাসিক হোটেলের ২০৫ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। অন্য আসামিরা অন্য কক্ষে থাকে। ধর্ষণের দৃশ্যটিও গোপনে ভিডিও ধারন করে নেয়। পরে ওই ভিডিও তাকে দেখায় এবং আরো ৯ লাখ টাকা দাবি করে। তিনি রাজি না হলে তার নামে ফেক আইডি খোলে এবং তার আত্মীয় স্বজনদের কাছে পাঠায়। ভয়ভীতি দেখিয়ে তার মানসম্মান নষ্ট করেছে এবং আরো ছবি ইন্টাররেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। ফলে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে থানায় মামলা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button