ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১এপ্রিল খুলনায় স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে : তুহিন

# প্রস্তুতি সভায় ২০টি শৃঙ্খলা টিম গঠন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বাধীনতা কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’ এর শৃঙ্খলা কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন বলেছেন, ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১ এপ্রিল খুলনা, ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। গতবছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উপলক্ষ্যে কনসার্ট আয়োজন করেছিল ফাউন্ডেশনটি। তিনি বলেন, দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে। বর্তমানে দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য স্বাধীনতা কনসার্ট “সবার আগে বাংলাদেশ” সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকদ্বয় ও শৃঙ্খলা কমিটির যুগ্ম আহবায়ক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য ও খুলনা মহানগর অন্তর্গত পাঁচটি থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, আজিজা খানম এলিজা, শফিকুল ইসলাম শফি, আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, মিরাজুর রহমান, আখতারুজ্জামান সজীব তালুকদার, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, রবিউল ইসলাম রুবেল, নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, এম এম জলিল, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পি, মতলেবুর রহমান মিতুল, মো. নাসির উদ্দিন, মুনতাসির আল মামুন, তাজিম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘সবার আগে বাংলাদেশ’ স্বাধীন তা কনসার্ট এর শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রস্তাব পেশ ও তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, সভায় সর্বসম্মতিক্রমে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে ২০টি শৃঙ্খলা টিম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আজ ৭ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা স্টেডিয়ামে পরবর্তী সভার সিডিউল নির্ধারণ করে শৃঙ্খলা কমিটির সভা মুলতবি করা হয়। উল্লেখ্য, খুলনা জেলা স্টেডিয়ামে গানে গানে মাতাবেন ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, বাংলা ফাইভ, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, কাগুল, কুঁড়েঘর, বিবর্তনের সদস্যদের পাশাপাশি কণ্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, বালাম, তাহসান খান, কনা, নাসির, পলাশ, জয় শাহরিয়ার, লিজা, রুখসার রহমান ও টুনটুন বাউল প্রমূখ।