স্থানীয় সংবাদ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে হাজারও জনতার সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়েছেন হাজারও মানুষ। বিভিন্ন সংগঠনের ব্যানার সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে তারা শিববাড়ি মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। ইসরাইলের পতাকা পোড়ানো হয়। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর সাঃ সম্পাদক শফিকুল আলম তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাহাত, নাসির উদ্দীন, জামাল উদ্দীন, মাওঃ মোস্তাক আহমেদ, আকবর হোসেন, সাজিদুল ইসলাম বাপ্পী, বেলাল, ইবাদুল হক রুবায়েত প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। ইসরাইলী পণ্য বর্জ্যরে জন্য সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা চান। উত্তাল জনসমুদ্রে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সব দল একই মঞ্চে জড়ো হয়ে প্রতিবাদী বক্তব্য দেন। আছর নামাজ শিববাড়ি মোড়েই অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্দ জনতা নগরীতে মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশ পূর্বে খুলনার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ মিছিল সহকারে সমাবেশ স্থলে আসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button