স্থানীয় সংবাদ

নগরীতে কেএফসি বাটা-ডমিনো’সতে- হামলা-ভাঙচুর লুটপাট

স্টাফ রিপোর্টার ঃ গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে খুলনায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ও বাটার দোকানের মালামাল সম্পূর্ণটাই লুটপাট হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে হামলা করা হয়েছে। এসময় এক শ্রেণীর জনসম্মুখে দুবৃত্তরা বাটা’র শোরুম থেকে জুতা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। বর্তমানের শোরুম টি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনার পর পুলিশ, র‌্যাব এবং যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে বাটা শোরুমের সামনে পুলিশ এবং র‌্যাবের সদস্যরা অবস্থান করছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অন্তর নামে বাটার একজন কর্মচারী বলেন, মাগরিবের নামাজের পর দেড়শ থেকে দুইশ বিক্ষুব্ধ জনতা শোরুমের ভিতর ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় শোরুমের ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয়। এছাড়া একজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছে। তিনি বলেন, হামলাকারীরা এ সময় শোরুমের ৮০ শতাংশ মালামাল লুটপাট করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা। এছাড়া হামলাকারীরা শোরুমের অধিকাংশ আসবাবপত্র, চেয়ার, টেবিল, গ্লাস, কম্পিউটার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সরোজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে শোরুমটি ত্রিফল দিয়ে ঢেকে রাখা হয়েছে। শোরুমের সামনে সামনে পুলিশ এবং র‌্যাবের সদস্যরা অবস্থান করছে। যৌথবাহিনী রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাম প্রকাশ না করার শর্ত কয়েকজন কর্মচারী জানান, বর্তমানে আমরা ভয় এবং আতঙ্কের ভিতর রয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button