দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে

# চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের সাথে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে কেসিসি প্রশাসক ফিরোজ সরকার #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেন, ঈদ পূর্ববর্তী সময়ে মশক নিয়ন্ত্রণসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে নিরলস প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করা হবে। একই সাথে দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেসিসি প্রশাসক সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। কেসিসি প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। সকলের অক্লান্ত প্রচেষ্টায় নগরবাসী স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পেরেছেন। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর বিনির্মাণে এই আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: আমিরুল আরাফাত, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো: সোবহান আলী সহ সকল বিভাগ ও শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।