স্থানীয় সংবাদ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যার প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ ও মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রোÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, শিক্ষক সমিতির সেক্রেটারি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ ও হল প্রভোস্টসহ শিক্ষকবৃন্দ, শাখা প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারী অংগ্রহণ করেন।