যশোরে এক নারীকে অচেতন করে ধর্ষন মামলার দুই আসামী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ ঈদের দিন সন্ধ্যায় শহরের বেজপাড়া বুনোপাড়া সুরক্ষা কমিটির পূর্ব পাশে ৩য় তলা ভবনের একটি কক্ষে এক নারীকে প্রেমের সম্পর্কে ঘুরতে নিয়ে জুসের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অর্ধ অচেতন করে ধর্ষনের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৬ এপ্রিল রাতে তাদেরকে দু’টি স্থান থেকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের সন্যাসী দিঘীরপাড় ৯নং ওয়ার্ডের মৃত অশোক কুমার দাসের ছেলে আনন্দ কুমার দাস ও সদর উপজেলার বাবলাতলা হ্যাচারীর পাশে জনাব আলীর ছেলে রাব্বি। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ^াস তাদেরকে গ্রেফতার করে সোমবার ৭ এপ্রিল দুপুরে আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা গত ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সন্ধ্যা অনুমান ৭ টার সময় (৩০) বছরের এক নারীর সাথে সম্পর্ক তাদের বন্ধু তাজ এর কথা মতো জুসের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অর্ধ চেতন করে। তাজ উক্ত নারীকে ধর্ষন করে এমন অভিযোগে গত ৩ এপ্রিল কোতয়ালি থানায় ভূক্তভোগী নারী বাদি হয়ে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। উক্ত মামলার এজাহার নামীয় আসামী আনন্দ কুমার দাস ও রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।