স্থানীয় সংবাদ

যশোর শার্শার বেলতলায় রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শায় মহাসড়কের পাশ থেকে একটি বড় দেশি নিমগাছ কর্তনের অভিযোগ উঠেছে কনেক পাল ও মুকুল হোসেন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। রোববার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে এ গাছ কর্তনের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে কনেক পালের দোকান ঘরের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে সিএনবি’র জায়গায় দীর্ঘদিন ধরে একটি বড় দেশি নিমগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। হঠাৎ গত রোববার রাতের আঁধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে কনেক পাল ও মুকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৫/৬ মিলে নিমগাছটি কর্তন করে। পরে গাছটি করাত দিয়ে বেশ কয়েটি ভাগে কেটে দ্রুত ভ্যান যোগে সরিয়ে ফেলে। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে নিমগাছটি অন্যত্রে বিক্রি করেছে তারা দুজনে। পরে স্থানীয় ও বেলতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি জানাজানি হলে তুমুল নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই কর্মকা-ের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।অভিযুক্ত কনেক পালের কাছে জানতে চাইলে তিনি বাড়ি না থাকায় তার ছেলে অশোক পাল জানান,আমরা কিছু জানিনা আমাদের দোকান ঘরের ভাড়াটিয়া মুকুল হোসেন বিষয়টি জানে।ভাড়াটিয়া মুকুলের কাছে নিমগাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে সে জানান, গত রাতে কে বা কারা নিমগাছ কর্তন করেছে তা আমিও জানিনা। তবে’ এসময় তার পিতা গিয়াস উদ্দিন জানান, দোকানের সামনে চাল দিতে সমস্যার কারণে নিমগাছটি কর্তন করা হয়েছে।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদত হোসেনকে রাতেই মোবাইল ফোনে গাছ কর্তনের বিষয়ে অভিযোগ দিলে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. নাজিব হাসান বলেন, সরকারি গাছ কর্তনের সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button