দৌলতপুরে জুয়ার আসরে যৌথ অভিযান ৭ জুয়াড়ী আটক : জুয়া আইনে মামলা

# ঘটনাস্থল হতে নগদ ৩ লক্ষ ৫৬ হাজার টাকাসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ #
স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার মান্নান শেয়ালীর ভাড়া বাড়ীতে রবিবার (৬ এপ্রিল) রাতে পুলিশ ও সেনাাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৭ জুয়ারীকে আটকসহ নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, খুলনার ফুলতলা বাজার এলাকার ছরোয়ার খানের বাড়ীর ভাড়াটিয়া মৃত: মান্নান শেখের পুত্র স্বাধীন শেখ ওরফে কাশেম শেখ (২৬), খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার বাসিন্দা মৃত: শেখ সামসুর রহমানের পুত্র মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৪২), নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়োলিয়া ১১নং পেরুলী এলাকার বাসিন্দা মৃত: বিসারত বিশ^াসের পুত্র জাকির হোসেন (৪৮), খুলনা দিঘলিয়া থানাধীন চন্দনী মহল গাজী পাড়া এলাকার বাসিন্দা মো. ই¯্রাইল গাজীর পুত্র পলাশ গাজী (৩৫), খুলনা সদর থানাধীন নিকসন মার্কেট লাল হাসপাতালের পিছন এলাকার বাসিন্দা মৃত: রাজা মুন্সির পুত্র খঞ্জু মুন্সি (৩৮), সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার মসজিদ গলি এলাকার বাসিন্দা মৃত: শেখ শের আলীর পুত্র শেখ আবু তালেব (৩৬) ও দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা রানার মাঠ এলাকার বাসিন্দা মৃত: ইসমাইল গাজীর পুত্র মো. শাহ আলম গাজী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় রবিবার (৬ এপ্রিল ) রাতে জুয়া আইনে মামলা রুজু করা হয় (মামলা নং-২)। গ্রেফতারকৃত আসামীদের সোমবার (৭ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনর্চাজ মীর আতাহার আলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৬ এপ্রিল) রাতে দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার মান্নান শেয়ালীর ভাড়া বাড়ীর মাঝখানের রুমে মধ্যে বসে জুয়ারীরা জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই ঘটনাস্থল হতে ৭ জুয়ারীকে আটকসহ নগদ ৩ লক্ষ ৫৬ হাজার ৯২০ টাকা, ৪৯ সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করেন সংশ্লিষ্টরা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রবিবার (৬ এপ্রিল ) রাতে সংশ্লিষ্ট থানার এসআই সাজ্জাদুল আমিন অশ্রু বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করছেন। গ্রেফতারকৃত আসামীদের সোমবার (৭ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত টহল, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ওই ধারাবাহিকতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রবিবার (৬ এপ্রিল) থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার মান্নান শেয়ালীর ভাড়া বাড়ীতে জুয়া খেলা চলছে। ওই তথ্যের উপর ভিত্তিতে আমাদের ও সেনাাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৭ জুয়ারীকে আটকসহ নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।