স্থানীয় সংবাদ

খুলনায় ভাঙচুর লুটপাটের ঘটনায় তিনটি মামলায় আসামী ২৯শ’ জন

# আরো গ্রেফতার-৫, জুতা উদ্ধার #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পৃথক এ তিনটি মামলায় কমপক্ষে ২৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। ৮ এপ্রিল রাতে সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা। বুধবার সোনাডাঙ্গা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শো-রুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১২/১৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া কেএফসির ম্যানেজার সুজন ম-ল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭/৮শ’ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। অনুরূপভাবে ডমিনো’স পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭/৮শ’ জনকে আসামি করা হয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ৭ এপ্রিল সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো-রুমে হামলা ও লুটপাট করা হয়। বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো-রুম থেকে জুতা লুটপাট করা হয়। এ ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাটার লুটের জুতাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে বাটার লুট হওয়া ৩ জোড়া জুতা এবং ১ টি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে ৮ এপ্রিল সকাল পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে আরও ৫ জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে মোট ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button