স্থানীয় সংবাদ

খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় পিকআপ এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার পাকার মাথায় এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ পিকআপ এবং চালককে হেফাজতে নিয়েছে। আহত ব্যক্তিরা হলেন, লবণচরা বউবাজার এলাকার জনৈক রিয়াজের ছেলে এবং ইজিবাইক চালক অনিক (১৮), মাদ্রাসা রোড এলাকার জনৈক আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩০), রূপসা বাসস্টান্ড এলাকার জনৈক মালিক হাওলাদারের ছেলে সজল (২১), শিপইয়ার্ড কলোনীর জনৈক আজিজের স্ত্রী রুপা (২৫), এবং একই কলোনীর মোমেনা (৫০)। স্থানীয়রা জানান, লবণচরা থানধীন পাকার মাথায় সাড়ে ১১ টার দিকে ইজিবাইক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ড্রাইভারসহ ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পিকআপ এবং ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button