স্থানীয় সংবাদ

খুলনার ৮৩ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু আজ

# এবছর খুলনায় ২৭ হাজার ৫শ’ ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে #
# দৌলতপুরের ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১০৮৪ জন, আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা ১ম পত্র #

মো. আশিকুর রহমান : দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো যশোর বোর্ডের অধীনেও চলতি বছরের এসএসসি পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) হতে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরে খুলনা জেলায় ৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্র অনুষ্ঠিত হচ্ছে। এবছর খুলনায় ভোকেশনাল, দাখিল ও এসএসসি সব মিলিয়ে এবারে ২৭ হাজার ৫শ’ ৯৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের পরীক্ষায় ২৯ হাজার ৫শ’ ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে তথ্যসূত্রে জানা গেছে।
সূত্রে জানা গেছে, এবার খুলনা জেলার এসএসসি পরীক্ষার ৮৩ টি কেন্দ্রগুলো হচ্ছে- জিলা স্কুল, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক কলেজ, বাজুয়া রি-ইউনিয়ন, চালনা বাজার, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি ও এনসিকে মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা রি-ইউনিয়ন, ক্যান্টমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী, ইখড়ি কাটেঙ্গা, দিবা পল্লী, নৌবাহিনী, গভঃ ল্যাবরেটরী, খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, খারাবাদ বাইনতলা, বেলফুলিয়া, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাডুলি আরকে বিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইন্সটিটিউট, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়, হাজী ফয়েজ উদ্দিন, সরকারি করোনেশন, সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি, চক্রাখালী, গড়ই খালী, জামিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, রোটারী মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল হাইস্কুল, গিলেবাড়ী পঞ্জুগাজী ইউনাইটেড একাডেমী, শিরোমনি মাধ্যমিক, সরকারী ইকবালনগর, সরকারি পাইগাছা মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাহস নোয়কাটি মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিল উদ্দিন হাইস্কুল, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আর আর এফ সেকেন্ডারী স্কুল, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, বি কে ইউনিয়ন ইন্সটিটিউশন, খুলনা কলেজিয়েট স্কুল, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ কলেজিয়েট, চান্নীচক কলেজিয়েট, হাজী সাইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গাজীহাট নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী বিদ্যালয়, হাবিব নগর মাদ্রাসা, মধুগ্রাম আলীয়া মাদ্রাসা, চুকনগর হাসানিয়া মাদ্রাসা, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, পাইকগাছা আলিম মাদ্রাসা, কয়রা মদিনাবাদ মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসা, শিরোমনি আলিম মাদ্রাসা, সামন্তনেসা দাখিল মাদ্রাসা, ইখুড়ি দাখিল মাদ্রাসা, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসা, চালনা বিল্লালিয়া মাদ্রাসা, কয়রা উত্তরচক আমিনীয়া মাদ্রাসা, ভেকোশনাল ইন্সটিটিউট, সেন্টজেভিয়ার্স হাইস্কুল, আন্তর্জাতিক কারিগরি গবেষণা কেন্দ্র, চালনা কেসি পাইলট, কয়রা মদিনাবাদ টেকনিক্যাল কলেজ, হাড়ীখালি ট্রেনিং ইন্সটিটিউট, হাড়িখালি মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার কেডি শাহপাড়া মাধ্যমিক বিদ্যালয়,পাইকগাছা সরকারি টেকনিক্যাল, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল ও দিঘলিয়া ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে, খুলনা নগরীর গুরুত্বপূর্ন উপশহর দৌলতপুরেরও তিনটি কেন্দ্র্ আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১ পর্যন্ত যথারীতি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। কেন্দ্র ৩টি- সরকারি দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। এ বছর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (খুলনা- ২০৩)- রোটারী স্কুল, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় ও মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ২৯৬ জন। দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে (মুহসিন-৪৬৮)- আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, মহেশ^রপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ২২৯ জন এবং আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (পাবলা- ৪৬৭ ও কারিগরি- ৩৫০১৫)- সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়, শেখ আব্দুল ওহাব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭৩ জন এবং কারিগরি শাখার ১৮৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। ওই ৩টি কেন্দ্রে মোট ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। এ বিষয়ে বুধবার (৮ এপ্রিল) দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম জানান, এবছর আমার কেন্দ্রে ৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করছে। ইতোমধ্যেই আমরা কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন সম্পন্ন করা, আসন বিন্যাস ও তালিকা সম্পন্ন করেছি। পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। এছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে তাৎক্ষনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। আশাবাদী সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবো। এ বিষয়ে বুধবার (৮ এপ্রিল) আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব খন্দকার মো. আব্দুল হালিম জানান, নির্দেশনানুসারে ইতোমধ্যেই আমার কেন্দ্রে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আসন্ন বিন্যাস ও তালিকা সম্পন্ন করেছি। পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। আশাবাদী সুষ্ঠু,শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবো।
এ বিষয়ে বুধবার (৮ এপ্রিল) দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শহিদুল ইসলাম জোয়ার্দ্দার জানান, ইতোমধ্যে আমার কেন্দ্রে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আসন্ন বিন্যাস ও তালিকা সম্পন্ন করেছি। পরীক্ষার কেন্দ্র এলাকা ১৪৪ ধারার (জরুরী) অবস্থার আওতায় থাকবে। কেন্দ্র সংলগ্ন এলাকায় পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপি, কম্পিউটর দোকান মালিকদের নোটিশ করা হয়েছে ফটোকপি ও কম্পিউটরের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য। পরীক্ষার্থীদের সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস, ক্যালকুলেটর সঙ্গে না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। আশাবাদী সুষ্ঠু,শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবো।
উল্লেখ্য, ১২ মার্চ (বুধবার) খুলনা জেলা প্রশাসন চলতি বছরের এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সভায় ৩৭টি সিদ্ধান্ত নিয়েছেন। ওই সিদ্ধান্তে বলা হয়েছে, কোন পরীক্ষা কেন্দ্রে বাটন ফোন ছাড়া র্স্মাট ফোন ব্যবহার করা যাবে না। জেড পদ্ধতিতে পরীক্ষার্থীর আসন চুড়ান্ত করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেডিকেল টিম থাকবে। এছাড়া কেন্দ্রে সমূহে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সাংবাদিকরা দল বেধে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিবদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সেড কোড গ্রুপে শেয়ার করা হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেড কোড মিলিয়ে নেবেনসহ বিবিধ বিষয়ে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button