খানাবাড়ী গার্লস হাইস্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

# সমস্যা চিহৃত করে কলেজিয়েট স্কুলের রুপান্তরে সকলের সহযোগিতা কামনা #
খানজাহান আলী থানা/ফুলবাড়ীগেট প্রতিনিধি : ঐতিহ্যবাহী খানাবাড়ী গার্লস হাইস্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলানায়তনে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি, দৌলতপুর কলেজের সাবেক ভিপি, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন(খোকন)কে ফুলের শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) এস এ রহিম। পরে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বিদ্যালয়ের সার্বিক বিষয়ের উপর বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম। সভায় ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্য প্রতিনিধি জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান, অভিভাবক সদস্য মোঃ কবিরুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাই রুমি শিকদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুমোদ চৌধুরী, ডালিয়া আক্তার, তাছলিমা খাতুন, খাদিজা খাতুনসহবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা এবং একাডেমিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উপর আলোচনা করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ মহিউদ্দিন বিদ্যালয়ের দীর্ঘদিনের সুপেয় পানির সমস্যা এবং একাডেমিক ভবনের যে সংকট সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস প্রদান করেন। তিনি তার বক্তৃতায় বিদ্যালয়ের কেন্দ্র নিয়ে একটি মহলের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা যাতে কোন কুচক্রি মহল বিগ্ন সৃস্টি করতে না পারে সে ব্যপারে সকলকে সজাগ থাকার আহবান জানান। তিবি বলেন অত্র অঞ্চলের মধ্যে একমাত্র গালর্স হাইস্কুল এটি যার সুমান সর্বমহলে এ বিদ্যালয়টি কলেজিয়েট স্কুলের রুপান্তরে তার চেষ্টার কথা উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।



