কেএমপি ডিবি’র অভিযানে অপহরণ চাঁদাবাজীর মামলার ৮ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র ডিবির অভিযানে অপহরণ ও চাদাবাজির মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল মোল্যা (৪০), মাসুম বিশ্বাস (৪০), আলমগীর মোল্যা (৩৭), তৈয়েবুর রহমান গাজী (৩৮), জাহিদুর রহমান (৩৪), রাজান কুন্ড (৩২), মোঃ নয়ন আকুঞ্জী (২২), এবং গফুর সরদার (৩৭)। কেএমপির ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে ১১টায় খালিশপুর থানাধীন নতুন রাস্তা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বি-বাড়ীয়া নবীনগর এলাকা হতে আওয়ামীলীগ নেতার ছেলে অপহরনের অভিযোগ রয়েছে। পরবর্তীতে তারা প্রশাসনের পরিচয় দিয়ে ভিকটিমের পরিবপারের নিকট বিপুল পরিমান চাঁদা দাবী করে। গ্রেফতারকৃত ১ থেকে ৪ নং আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় মামলা রয়েছে।



