দৌলতপুরে ফের জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানে ৪ জুয়াড়ী আটক : জুয়া আইনে মামলা

# ঘটনাস্থল হতে নগদ ৪৪ হাজার ৬৫০ টাকাসহসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ #
স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন বাংলার মোড়স্থ জনৈক কাওছার মিয়ার টিনসেড বাংলা ঘরের মধ্যে জুয়ার খেলার সময় বুধবার (৯ এপ্রিল) রাতে পুলিশ ও সেনাাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৪ জুয়ারীকে আটকসহ নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, খালিশপুর থানাধীন নয়াবাটি এলাকার বাসিন্দা মৃত: হোসেন শেখ’র পুত্র মো. হারুন শেখ (৪০), খালিশপুর নয়াবাটি স্কাউট মাঠের সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত: মোফজ্জাল গাজীর পুত্র মো. লিটন গাজী, খালিশপুর চিত্রালী এলাকার বাসিন্দা মৃত: আশরাফ আলী মোড়লের পুত্র মো. নাসির (৪৫) ও খালিশপুর হাউজিং বাজার এলাকার বাসিন্দা মো. আবুল খায়েরের পুত্র মো. আবুল হাসনাত ওরফে রুবেল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বুধবার (৯ এপ্রিল ) রাতে জুয়া আইনে মামলা রুজু করা হয় (মামলা নং-৩)। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনর্চাজ মীর আতাহার আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৯ এপ্রিল) রাতে দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দৌলতপুর থানাধীন বাংলার মোড়স্থ জনৈক কাওছার মিয়ার টিনসেড বাংলা ঘরের মধ্যে বসে জুয়ারীরা জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই ঘটনাস্থল হতে ৪ জুয়ারীকে আটকসহ নগদ ৪৪ হাজার ৬৫০ টাকাসহ ২ সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করেন সংশ্লিষ্টরা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বুধবার (৯ এপ্রিল ) রাতে সংশ্লিষ্ট থানার এসআই দিবস কুমার মৃধা বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করছেন। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত টহল, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ওই ধারাবাহিকতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রবিবার (৯ এপ্রিল) থানাধীন দৌলতপুর থানাধীন বাংলার মোড়স্থ জনৈক কাওছার মিয়ার টিনসেড বাংলা ঘরের মধ্যে জুয়া খেলা চলছে। ওই তথ্যের উপর ভিত্তিতে আমাদের ও সেনাাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৪ জুয়ারীকে আটকসহ নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়ার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকবো। উল্লেখ্য, বাংলার মোড় এলাকার জনৈক কাওছার মিয়ার টিনসেটের মধ্যে দীর্ঘদিন ধরে এই জুয়া খেলা পরিচালিত হয়ে আসছে বলে একাধীন অভিযোগ রয়েছে।