স্থানীয় সংবাদ

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ঃ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জাহিদ হাসান (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বনদস্যুদের বন্দুক যুদ্ধের কবলে পড়ে তিনি গুলিবিদ্ধ হন। জাহিদ হাসান খুলনার দাকোপ উপজেলার দাকোপ এলাকার আইয়ুব আলী ছেলে। গুলিবিদ্ধ যুবকের স্বজন ও হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সুন্দরবনের এক এলাকায় বনদস্যুদের দু’ পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় জাহিদ হাসান (২৬) নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি কাঁকড়া ধরার কাজে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় শুক্রবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার দু’ পায়েই গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. মাখদুম জাহান রানা বলেন, ‘গুলিবিদ্ধ জাহিদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন।’ খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, এ বিষয়টি তার জানা নেই, খোঁজ খবর নিয়ে তিনি বিস্তারিত জানাতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button