খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদার মৃত্যুতে শোক

# আজ দুপুরে ক্লাব চত্বরে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য এবং অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনিরুল হুদা (৯০) শুক্রবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুম সাংবাদিক মনিরুল হুদার মরদেহ আজ শনিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাব চত্বরে আনা হবে। ক্লাবের পক্ষ থেকে শেষশ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের নামাজে জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে বিশিষ্ট এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।