ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে দৌলতপুরে তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১১ এপ্রিল) জু’ম্মার নামাজের পর খুলনা নগরীর দৌলতপুরস্থ দেয়ানা পাবলা মুকুল ভান্ডার মোড় ঈদগাহ চত্বরে থেকে সর্বস্তরের তাওহিদী জনতার অংশগ্রহণে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বর্বরতা শুধু মুসলমান হিসাবে নয়, বাংলাদেশের সব মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ এ গণহত্যা সমর্থন করে না। যে শিশুটি মারা যাচ্ছে তার কী দোষ, তার কি অপরাধ! বক্তরা আরো বলেন, ইসরাইলি সেনাবাহিনী নারী শিশু আবাল বৃদ্ধ বনিতাসহ সবাইকে নির্বিচারে হত্যা করছে। ছোট ছোট শিশুরা জানে না কি তাদের অপরাধ! মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ এ গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। গণহত্যা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ইসরাইলও পারবে না। অনুষ্ঠতব্য বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, পাবলা সুলতানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলহাজ্ব নাজমুল হুসাইন, সাবেক কাউন্সিলর এস এম হুমায়ুন কবীর, মোল্লা হাফিজুর রহমান পিন্টু, তাহাজ্জুত শেখ, মো. মুকুল শেখ, আবু বুখারি হিরু, মোঃ কাওসারুল ইসলাম কবির , খবির ব্যাপারী, টুটুল মণি, জাহাঙ্গীর হোসেন মনু, শেখ ফিরোজ হোসেন, নজরুল ইসলাম, মো.আসাদ শেখ, মো. গফফার শেখ, মো. আশরাফ হোসেন, মো. হাসিব শেখ, মো. কামিম শেখ, মোঃ বাবু শরীফসহ সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা। বিক্ষোভ মিছিলিটি দেয়ানা পূর্ব পাড়া মুকুল ভান্ডার মোড় ঈদগাহ চত্বর হতে বের হয়ে দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঈদগাহ চত্বরে এসে শেষ হয়। সমাবেশ থেকে বক্তারা সকলের উদ্দেশ্যে ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান।