স্থানীয় সংবাদ

খুলনাবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

সমাবেশ ও সংহতি র‌্যালী সফল করায়

খবর বিজ্ঞপ্তি ঃ গাজা ও রাফায় ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে খুলনা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও সংহতি র‌্যালি সফল করায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহানগর বিএনপি। শুক্রবার (১১ এপ্রিল) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনাবাসি, আইন-শৃঙ্খলাবাহিনী, সাংবাদিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই সমাবেশ ও সংহতি র‌্যালীকে সফল করেছেন। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য খুলনা মহানগর বিএনপি খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জনস্রোতে আবারো প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। বিবৃতিতে সাথে নগর জুড়ে যানজট সৃষ্টিতে নগরবাসীর সামান্য ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। একইসাথে আগামী দিনেও বিএনপির সকল কর্মসূচিতে খুলনাবাসী বিএনপি’র সঙ্গে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button