স্থানীয় সংবাদ

তালা উপজেলাকে জলাবদ্ধ মুক্ত রাখতে প্রশাসনের বিভিন্ন এলাকা পরিদর্শন

বি. এম. জুলফিকার রায়হান, তালা : আসন্ন বর্ষা মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলাকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম পরিচালনা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। তালা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যাপক গোলাম ফারুক ও ইউপি সদস্য সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকিতে থাকা যে এলাকাগুলো ঘুরে দেখা হয়, সেগুলোর মধ্যে রয়েছেÍসুভাষিনী, ভাবানীপুর, নওয়াপাড়া, শিরাসুনি, মদনপুর, ঘোনা বাজার, গোপালপুর এবং ইসলামকাঠী।
এসময় পানি নিষ্কাশনের সমস্যাগুলো চিহ্নিত করতে মাঠপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা খাল, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রকল্পাধীন এলাকায় পানি চলাচলের প্রতিবন্ধকতাগুলো পর্যবেক্ষণ করেন এবং জলাবদ্ধ মুক্ত রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button