স্থানীয় সংবাদ
রূপসায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রূপসা প্রতিনিধি : রূপসায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সামাদ শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১১ এপ্রিল) পুলিশের এক বিশেষ অভিযানে শিয়ালী বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সামাদ শেখ (২৫)।পুলিশ জানায়, ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় গ্রেপ্তারকৃত সামাদ বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিতো। কিন্তু ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ঐ নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় রূপসা থানায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে ও গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।