স্থানীয় সংবাদ

নগরীতে নিয়ন্ত্রণহীন বেপরোয়া গতির মালবাহি ইজিবাইকের ছড়াছড়ি

# গোয়ালখালীতে মালবাহি ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

শেখ ফেরদৌস রহমান : খুলনা মহানগরীতে দিন দিন বাড়ছে মালবাহি ইজি বাইক। এসব তিন চাকার যানবাহণগুলো আকারে ছোট আর দ্রুত গতিতে চলাচলের কারণে হরহামেশা ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যেন কোন ভাবে লাগাম টেনে ধরা যাচ্ছেনা। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় খালিশপুর গোয়ালখালী সরকারী কবরস্থানের পাশে দ্রুত গতিতে আসা মালবাহি ইজিবাইকের ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি ঢাকা থেকে পরিবারের সাথে এসেছিলেন তাদের এক আত্মীয়র বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে। স্থানীয়রা বিষয়টি নিয়ে বলেন, মুকরিমা বিনতে মোহন রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালু বোঝাই ইজিবাইক এসে তার মাথায় ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় । এসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সচেতন নাগরীক শাওন বাপ্প্ িবলেন, সড়কে চলাচলের সময় দেখা যায় এসব তিন চাকার যানবাহনগুলো কখনও ইট, বালু সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী বহণ করে। এসব চালকেরা অধিকাংশ অল্প বয়সের আর অদক্ষ চালক। এদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। এরা সব সময়ে দ্রুত গতিতে চলাচল করে। এতে করে সব সময়ে ঘটছে দুর্ঘটনা। এজন্য আমি বলব সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নিতে । গতকাল যেমন একজন শিশু মারা গেছে এই মালবাহী ইজিবাইকের ধাক্কায় একজন মায়ের কোল শূন্য হলো। তার পরিবার জানে যে তাদের কি হচ্ছে। এই শোক একটি পরিবারের পক্ষ থেকে মেনে নেয়া যায়না। এছাড়া এমন যানবাহন নগরীতে শত শত আছে এসব চলাচলের উপর নিষেধাজ্ঞা দিতে হবে। একই কথা বলেন, পথচারি মোসাঃ তাছলিমা আক্তার তিনি বলেন, আমি যে গলির ভিতর থাকি সেখানে একটি বাড়ী নির্মাণের কাজ চলছে প্রায় সময় দেখা যায় এসব ইজিবাইকের মত দেখতে ঢাকনা খোলা তিন চাকার গাড়ীতে কখনও ইট, বালু নিয়ে এত দ্রুত যায় আর আসে যেন প্রতিযোগীতা চলছে। আমারও একটি বাচ্চা আছে আমি সব সময়ে সতর্ক থাকার চেষ্টা করি। তারপরও এরা এমন গতিতে গাড়ী নিয়ে সড়ক দাপিয়ে বেড়ায় যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল সাড়ে দশটায় গোয়ালখালী সরকারী কবরস্থানের পাশে দ্রুত গতিতে আসা মাল মালবাহি ইজিবাইকের ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক শিশুর নিহত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক মালবাহী ইজিবাক আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এছাড়া এই মালবাহী ইজিবাইকের কোন লাইসেন্স নেই। পাশাপাশি বিষয়টি নিয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং -৮. শিশুটি মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থেকে তার পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। এ বিষয়ে কেএমপি’র ট্রাফিক বিভাগের উপঃ কমিশনার(ট্রাফিক) সুদর্শন কুমার রায়, পিপিএম, বলেন, আমরা এসব ছোট মালবাহী ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এসব যানবাহন নগরীতে দেখা মাত্র আটক করা হবে। আমরা বিষয়টি খুবই গুরুত্ব নিয়ে দেখছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button