রেলিগেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঈদ পূর্ণমিলনী

স্টাফ রিপোর্টার ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান শনিবার রাতে রেলিগেটে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মুফতি জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক মুফতি ইমরান হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ,দৌলতপুর থানা শাখার সহ-সভাপতি তরিকুল ইসলাম কাবির, দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক আলফাত হোসেন লিটন। সঞ্চালনায় ছিলেন ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তিতা করেন খন্দকার গাউছ উল আযম,মোঃ মিলন হাওলাদার, আব্দুল আজিজ, মুফতি ফেরদাউস হাওলাদার, আব্দুর রহমান, মাওলানা সোলায়মান, শাহিদুল ইসলাম, মুফতি মুহিবুল্লাহ, আল আমিন, গোলাম মোস্তফা, মোঃ সালাউদ্দিন সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সমাজের মানুষের জন্য কাজ করতে হবে। তাহলেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে। সংগঠনের সাথে থাকতে হলে মহাব্বত করতে হবে। সংগঠনের কাজ মনোযোগ সহকারে করতে হবে। যে কোন অনুষ্ঠানে সময় মত উপস্থিত থেকে দলের কাজকে আরো অগ্রসর করতে হবে।