স্থানীয় সংবাদ
বাংলা শুভ নববর্ষে খুলনা নগরবাসীর প্রতি কেসিসি প্রশাসকের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় প্রশাসক বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। চিরায়ত এ উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশের এই ধারা অব্যাহত রেখে নিজস্ব সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে পারলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে। কেসিসি প্রশাসক শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।