স্থানীয় সংবাদ

যশোরে ১০লাখ টাকা চাঁদা চেয়ে এক ঠিকাদারকে মারপিটের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ এক ঠিকাদারের কাছে ১০লাখ টাকা চাঁদাদাবি করে প্রকাশ্যে মোটর সাইকেলের গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ায় হয়। এ ঘটনায় শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়ক,পুলিশ লাইন এলাকার মৃত বিমল বিশ^াসের ছেলে প্রশান্ত বিশ^াস। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার হাশিমপুর (তরফদার পাড়া,ইছালী ইউনিয়) মৃত আব্দুল মতলেব তরফদারের ছেলে মোস্তাফিজুর রহমান বাবু। মামলায় বাদি উল্লেখ করেন,তিনি ঠিকাদারী ব্যবসা করেন। যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের বাদির নিজের জমি বিক্রয়ের জন্য বিভিন্ন পার্টির সাথে কথাবার্ত চলিতেছে। এমতাবস্থায় উক্ত মোস্তাফিজুর রহমান বাবু বাদির কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। তাকে চাঁদার টাকা না দিলে বাদিকে জমি বিক্রি করতে দেবে না বলে প্রতিনিয়ত খুন জখমের হুমকী দিচ্ছে। গত ৯ এপ্রিল বেলা সাড়ে ১২ টার সময় বাদি তার দুই মেয়েকে মোটর সাইকেলে তুলে আদ্ দ্বীন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সিএন্ড বি রোডের রোডস এন্ড হাইওয়ে বাংলোর সামনে পৌছালে উক্ত আসামী বাদির মোটর সাইকেলের গতিরোধ করে। তখন বাদিকে তৎক্ষনিক তার পূর্বের দাবিকৃত ১০লাখ টাকা চাঁদা দিতে বলে। তখন বাদি টাকা দিয়ে অপারগতা প্রকাশ করলে বাদিকে এলোপাতাড়ীভাবে তার দুই মেয়ের সামনে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। বাদি এক পর্যায় জ্ঞান হারিয়ে ফেলে। বাদিকে রক্ষা করতে তাই দুই মেয়ে চেষ্টা করলে তাদেরকে খুন করার হুমকী দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় বাদিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।পরে বাদি সুস্থ্য হয়ে থানায় এসে মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button