স্থানীয় সংবাদ

বি, কে, ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যাডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলার খুলনা সদর উপজেলাধীন বি, কে, ইউনিয়ন ইনস্টিটিউশন, খুলনা-এর নিয়মিত ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠন করা হয়েছে। উক্ত এডহক কমিটিতে মোঃ রফিকুল ইসলাম সভাপতি বোর্ড কর্তৃক মনোনীত, মোঃ তানজীর হোসেন সাধারণ শিক্ষক সদস্য জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনিত এবং মোঃ খালেদা জিয়া অভিভাবক সদস্য উপজেলা নির্বাহি অফিসার কর্তৃক মনোনীত হয়েছে। মূলত, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে উপরোক্ত সদস্য/সদস্যা সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র গতকাল (১৩ এপ্রিল) থেকে অনধিক ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া উক্ত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান ২০২৪ এর প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button